জুলাইয়ে ই-পাসপোর্ট ও ই-গেট দৃশ্যমান হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২২ জুন ২০১৯, ২১:৫৬

সাহস ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ‘জুলাই মাসের শেষের দিকে ই-পাসপোর্ট ও ই-গেট দৃশ্যমান হবে। এটা হলে ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশে যাওয়া বন্ধ হবে।’

২২ জুন (শনিবার) জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আড়াই কোটি মানুষকে এমআরপি দিয়েছি। এখন আমরা ই-পাসপোর্ট, ই-ভিসা ও ই-গেটে যাবো। আগামী জুলাই মাসের শেষে দিকে ই-পাসপোর্ট ও ই-গেট দৃশ্যমান হবে। এটা হলে একজন আরেকজনের কাগজপত্র দেখিয়ে বিদেশে যেতে পারবে না। ভুয়া কাগজপত্র দেখিয়ে বিদেশে যাওয়া বন্ধ হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। 
স্বরাষ্ট্রসন্ত্রী আরও বলেন, আমরা সাসটেইনেবল ডেভেলবপমেন্ট চাই। এর জন্য স্থায়ী শান্তি দরকার। স্থায়ী শান্তির জন্য স্থায়ী নিরাপত্তা দরকার। আর এই স্থায়ী নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তা বিভাগকে পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, ইন্ডস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশকে ঢেলে সাজিয়েছি, শক্তিশালী করেছি। জঙ্গি দমনে আমরা সফল হয়েছি। মাদক দমনে আমরা সফলতা দেখিয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত