নীলফামারীতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

প্রকাশ : ১৭ মে ২০১৯, ১২:৪২

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ফেডারেশন নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে জেলা শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সেখান থেকে পুনরায় ফিরে এসে তারা চৌরঙ্গীর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অটোরিক্সা, অটো টেম্পু ফেডারেশনের সহসভাপতি সাকিল আহমেদ, আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবু তালেব, ডোমারের সড়ক সম্পদক বাকি বিল্লা প্রমুখ।

বক্তারা এসময়ে অভিযোগ করে বলেন, কিছু কিছু সংগঠন অটোরিক্সা ও অটোটেম্পুর চালকদের অসম্মান করেন। এরপর রাস্তাঘাটে চাঁদা দাবি করেন। যেখানে, সেখানে বাস থামিয়ে যাত্রী তুলে ক্ষুদ্র এসব চালকের রুজির ওপর হস্তক্ষেপ করছে। জেলা শহর থেকে যাত্রী নিয়ে সৈয়দপুর শহরে যেতে না দেওয়া। দ্রুত এসব হয়রানী বন্ধের দাবি করেন তারা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত