নীলফামারীতে চোর চক্রের মূল হোতা বাটুল গ্রেপ্তার

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১১:৪৫

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুল (৪০) নীলফামারী পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বাটুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট ভান্ডারদহ বকুলতলা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের নামে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে। সম্প্রতি সে তার বাহিনী নিয়ে নীলফামারী শহর হতে ৫টি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। ওই সূত্র ধরে গোপন সংবাদে রবিবার (২১ এপ্রিল) রাতে তাকে নীলফামারী শহরের পৌর মার্কেটে হাতে নাতে ধরার সময় সে পুলিশের উপর চড়াও হয়। ওই রাতেই তার স্বীকারোক্তি অনুযায়ী ৪টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ