ডাক্তার ও ঔষধ সংকটে সাতক্ষীরার মানুষ কেন কষ্ট পাবে : এমপি রবি

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৪:২৯

সাতক্ষীরা প্রতিনিধি

সদর হাসপাতালে ডাক্তার সংকট ও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঔষধ না পাওয়ায় সাতক্ষীরার মানুষ কেন কষ্ট পাবে? সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এমন প্রশ্ন রেখেছেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোন সিদ্ধান্ত মুখে নয় কাজে বাস্তবায়ন করতে হবে। সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির সভার প্রতিটি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাতক্ষীরা সদর হাসপাতালে ১০০ শয্যার ব্যবস্থা থাকলেও রোগীর সংখ্যা ৪০০ এর অধিক হচ্ছে। সেকারণে স্বাস্থ্য সেবা পুরোদমে ভেঙ্গে পড়েছে। হাসপাতাল চত্বরের আবর্জনা ও দুর্গন্ধ হাসপাতালের পরিবেশ দূষিত করছে। সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার সংকট ও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ঔষধ না থাকায় মানুষ কষ্ট পাচ্ছে।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, ডা. মোখলেছুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর হাসপাতালের প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত