বাংলা একাডেমির সচিব হলেন আনোয়ার হোসেন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪২

সাহস ডেস্ক

বাংলা একাডেমির সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের অবসরত্তোর ছুটি ভোগরত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।
আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই কর্মকর্তাকে তার অভোগকৃত ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তীতে এক বছর মেয়াদে বাংলা একাডেমির সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।