অর্থ আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮

সাহস ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এস এম গিয়াস উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালত জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। 

এদিন, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়। একই সাথে এই মামলায় অন্য দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। মামলাটি চলার সময়ে আজিজুল হক নামের আরেক আসামি মারা যাওয়া তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৮ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৫ মার্চের মধ্যে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলাটি করা হয়।

২০০৩ সালের ৫ জানুয়ারিতে মামলাটি তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত