‘পর্যটন শিল্প বিকাশে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে’

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

সাহস ডেস্ক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, পর্যটন বিকাশের জন্য সরকারি-বেসরকারি সকল উদ্যোগের সমন্বয় প্রয়োজন। সমন্বয় না থাকলে কোন উদ্যোগ এককভাবে সফল হবে না। এজন্য আগে দেশে পর্যটনবান্ধব পরিবেশ তৈরি করা দরকার। সেইসঙ্গে দরকার পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানো থেকে শুরু করে পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিনদিনব্যাপী ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমি মনে করি এই খাতটি নিয়ে আরও অনেক কাজ করার আছে। পর্যটনের বিকাশে সরকারের দায়িত্ব আছে। তবে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের সহায়তা ছাড়া এটা সম্ভব না।”

এ ধরনের প্রদর্শনী প্রতিবছর হওয়া দরকার মন্তব্য করে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রদর্শনীতে আন্তর্জাতিক মহলকে আমন্ত্রণ জানান। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশের প্রতি বিদেশীদের আগ্রহ আছে, তারা বাংলাদেশ ঘুরে দেখতে চায়। আমাদের দায়িত্ব তাদের সেই সুযোগ করে দেওয়া।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখরুজ্জামান খান কবির, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নূর আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী।

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালী এবং স্পেনের ১৫০টি ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত