লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে আহত বাংলাদেশীর মৃত্যু

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে গুরুতর আহত বাংলাদেশী যুবক আশাদুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত আশাদুল ইসলাম (২৮) ওই উপজেলার নবীনগর এলাকার মতিয়ার রহমানের পুত্র বলে জানা গেছে।

শনিবার ভোর রাতে ওই উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্তে ৮০২নং মেইন পিলারের কাছে ভারতীয় বিএসএফ’র গুলিতে গুরুতর আহত হয় আশাদুল ইসলাম (২৮)। দুপুরে ভারতের মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, আশাদুল ইসলামসহ বেশ কয়েকজন ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন। এ সময় ভারতীয় নিউ কুচলিবাড়ী ক্যাম্পের ১৪৩ বিএসএফ’র একটি টহল তাদের লক্ষ্য করে গুলি করেন। এ সময় অন্যরা পালিয়ে আসলেও ওই গুলিতে আশাদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু ঘটে। 

রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছে। মৃতদেহ ফেরতের জন্য বিএসএফ’র সাথে বিজিবি’র পতাকা বৈঠক হয়েছে। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত