অভিযোগ শুনতে ও ব্যবস্থা নিতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:২৩

সাহস ডেস্ক

নিজের জীবন ও পরিবারের সুখ শান্তি বিসর্জন দিয়ে নিবেদিত প্রাণ হয়ে দেশের মানুষকে নিরলসভাবে সেবা দিচ্ছে বাংলাদেশ পুলিশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে আজ অবদি পুলিশের রয়েছে অনেক সাফল্যগাঁথা গৌরবময় ইতিহাস। তারপরও পুলিশের এত ভালো কাজের মধ্যে মুষ্টিমেয় কিছু সংখ্যক সদস্যের অপেশাদার আচারণ ও কর্মকাণ্ডে জন্য ম্লান হতে বসে সমস্ত সাফল্য। কিন্তু একজন ব্যক্তি বা মুষ্টিমেয় কয়েকজন অপেশাদার পুলিশ সদস্যের জন্য কেন পুরো বাহিনী কলুষিত হবে?

পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভূক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দিবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘন্টাই চালু থাকে।

জনসাধারণ পুলিশ সদস্যের যে কোন অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

সূত্র: ডিএমপি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত