‘রৌমারীতে ‘মুক্তাঞ্চল’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হবে’

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯

অনলাইন ডেস্ক

‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল খ্যাত ৪৭ বছরের উন্নয়ন বঞ্চিত রৌমারী উপজেলার সার্বিক উন্নয়নে ‘মুক্তাঞ্চল’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হবে’- জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

২৬ জানুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘মুক্তাঞ্চল শীর্ষক এই প্রকল্পের আওতায় কাঁচা-পাকা রাস্তা-ঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, রেলযোগাযোগ স্থাপন, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ সার্বিক উন্নয়ন থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।