চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহতের অভিযোগ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৪:৪০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন সীমান্তে বিএসএফ’র গুলিতে মো. জেমস আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে। 

সোমবার (২২ অক্টোবর) ভোররাতে একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের পর বিএসএফ’র গুলিতে জেমস আলী নিহত হন বলে স্থানীয় সূত্র দাবী করেছে।

এদিকে ওই সীমান্ত নিয়ন্ত্রণকারী চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩’ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার দুপুর ১টায় জানান, স্থানীয় সূত্রে ঘটনা শোনার পর বিজিবি সীমান্তের ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিহতের বাড়ির পাশের একটি বাগানে সকাল ১০টায় জেমস এর গুলিবিদ্ধ লাশের সন্ধান পাওয়া যায়।

অধিনায়ক বলেন, জেমস বিএসএফ’র গুলিতে নিহত হয়েছেন কিনা বা সীমান্তে গুলিবিদ্ধ হলে, কোন সীমান্তে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান দুপুর ২টায় জানান, ঘটনার খবর পাবার পর একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত