একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গাইবান্ধার হাসিনা

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮

ফরহাদ আকন্দ

বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন গাইবান্ধার হাসিনা আক্তার পপি (২৮) নামে এক গৃহবধূ। 

শুক্রবার দুপুরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সন্তান সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসিনা আক্তার পপি গাইবান্ধা সদর উপজেলার সিংহপুর গ্রামের মহসিন আলীর স্ত্রী। মহসিন আলী ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

স্বাভাবিক ভাবে প্রসব না হওয়ায় রংপুরের প্রাইম কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক লায়লা হাসনা বানু দুপুরে অস্ত্রোপচার করলে জন্ম নেয় দুই ছেলে ও দুই মেয়ে।

ডা. লায়লা হাসনা বানু জানান, সকাল সাড়ে ৮টায় হাসিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারিরীক অবস্থা অস্বাভাবিক ছিল। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দুপুরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার করলে একসাথে চার সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানেরা ভাল আছেন।

সাহস২৪.কম/রিয়াজ