কক্সবাজারে পাহাড় ধসে অর্ধশতাধিক বসতি স্থানান্তরিত

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৩:৪১

কক্সবাজার শহরের লিংক রোডস্থ মুহুরীপাড়ায় ভয়াবহ পাহাড় ধস হয়েছে। এসময় আরো ৫ একর পাহাড়ি ভূমিতে ভয়াবহ ফাটল সৃষ্টি হয়েছে। এতে ১০টি বসতবাড়িসহ দুই দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির কবলে পড়েছে আরো ১৫টি পরিবার।

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংক রোডস্থ বিসিক শিল্প এলাকার দক্ষিণ পার্শ্বে মহুরী পাড়ার পাহাড়ী এলাকা থেকে প্রায় অর্ধ-শতাধিক ঝুঁকিপূর্ণ বাড়ি-ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।

২৮ জুলাই শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানিয়েছে, কক্সবাজারের শহরের লিংক রোডস্থ মুহুরীপাড়ার বিসিক শিল্প এলাকার দক্ষিণ পার্শ্বে প্রায় দেড়শত ফুট উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে পড়ে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল হাসান জানান, বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। সকালে ঝুঁকিপূর্ণ বসতি গুলো সরিয়ে নেয়া হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস বাহিনী কাজ করছে। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ এম্বুলেন্স রাখা হয়েছে।

কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আলী কবির জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। প্রায় ৫ একরের দেড়শত ফুট উঁচু পাহাড়টির কিছু অংশ কেটে ফেলে স্থানীয়রা। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের মাটির ভেতর ঢুকে পড়ায় পাহাড়টি ধসে পড়ে। পাহাড়ের আরও কিছু কিছু অংশে ফাটল ধরেছে। পাহাড় ধস অব্যাহত রয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত