শ্যামনগরে শাশুড়িকে নির্যাতনের ভিডিও ভাইরাল
প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ১৭:৪১

সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ শাশুড়িকে বেঁধে নির্যাতন চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ বউ ও ছেলেকে আটক করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বড়কুপট গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বড়কুপট গ্রামের মৃত তৈল্য মন্ডলের ছেলে প্রভাষ মন্ডল ও প্রভাষ মন্ডলের স্ত্রী আশা রানী।
স্থানীয়রা জানান, বড়কুপট গ্রামের মৃত তৈল্য মন্ডলের স্ত্রী আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফুল মতি দাসী বেডে পায়খানা-প্রসাব করার জন্য প্রায়ই তাকে বেঁধে নির্যাতন করেন তার বউ আশা রানী। একই সাথে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না।
সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে ছবিটি পোস্ট করে।
বিষয়টি পুলিশের দৃষ্টিতে গেলে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে এবং ছেলে ও বউকে আটক করে থানায় নিয়ে যান।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর জানান, ওই বৃদ্ধার ছেলে ও বউকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সাহস২৪.কম/রিয়াজ