আমরা অন্ধকারে যেতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬

সাহস ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারিকে ঘিরে সব ধরনের নৈরাজ্য পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত আছে। 

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর (উওর) আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আওয়ামী লীগ দেশে আর কোনও নাশকতা ও নৈরাজ্য হতে দেবে না। এতে কেউ বাধা দিলে এদেশের মানুষ তা সহ্য করবে না। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে চাই। আমরা উন্নত বাংলাদেশ চাই। আমরা অন্ধকারে যেতে চাই না। যদি কেউ কোনও নৈরাজ্য সৃষ্টি করে তাহলে এদেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন,  ২০১৩-২০১৫ সালেও নাশকতা, অগ্নি সন্ত্রাস হয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনগণ নাশকতাকে প্রতিহত করেছিল। এবারও যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তা প্রতিহত করা হবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গত ৫ দিনে বিএনপির ৪৮০ জন নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ এসেছে। আপনারা দেখেছেন পুলিশের কাছ থেকে তারা কীভাবে রাইফেল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে, কীভাবে প্রিজন ভ্যান ভেঙেছে, খালেদা জিয়া যাওয়ার সময় তার পাশে থেকে তারা কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল।’

তিনি আরও বলেন, ‘পুলিশ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনীর ভিডিও ফুটেজ দেখে যারা অপরাধী তাদের আটক করা হয়েছে। কোনও নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

ঢাকা মহানগ‌র (উত্ত‌র) আওয়ামী লী‌গের  সভাপ‌তি একেএম রহমত উল্লাহর সভাপ‌তি‌ত্বে ব‌র্ধিত সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- সাধারণ সম্পাদক সা‌দেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত