বিরল রোগ থেকে মুক্তি পাচ্ছে না ‘বৃক্ষমানব’

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

সাহস ডেস্ক

বৃক্ষমানব আবুল বাজানদারের রোগ এখনো সারেনি। তার শরীরে আবার এই রোগের লক্ষণ দেখা দিয়েছে। এবার আরো গভীরভাবে এ রোগটি তার দেহে বাসা বেধেছে। আগের চেয়ে জটিল হয়েছে বৃক্ষমানবের এই রোগ। ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক সামন্ত লাল সেন বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছেন।

‘বৃক্ষমানবের ২৪টি অস্ত্রোপচার পর চিকিৎসকরা বলেছিলেন, তিনি সুস্থ হয়ে গেছেন। এমনকি এটাকে চিকিৎসার ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবেও উল্লেখ করা হয়। কিন্তু আবুলকে সুস্থ ঘোষণার ১২ মাস পর তার হাতে আবারও ‘বৃক্ষ’ গজিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন বলেন, যা ভাবা হয়েছিল, তার চেয়ে আবুল বাজনদারের অবস্থা জটিল। রোগী বহু বছর ধরে কাজ করতে পারছেন না। পরিবার নিয়ে হাসপাতালেই আছেন।

চিকিৎসকের আশঙ্কা, আবুল কখনোই সুস্থ হবেন না।

আবুল বাজনদার ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম হাসপাতালে আসেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আরো অস্ত্রোপচার হবে, এটা ভেবে আমার ভয় লাগছে। আমার মনে হয় না, হাত-পা কখনো ঠিক হবে।’

বাজনদারের রোগটির নাম ‘এপিডারমোডিসপ্লাসিয়া ভেরুসিফরমিস’, জিনগত কারণে এটি হয়ে থাকে এবং খুব বিরল। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তার হাত ও পা থেকে পাঁচ কেজির মতো অনাকাঙ্ক্ষিত অংশ অপসারণ করেন।

সামন্তলাল সেন বলেন, ‘ভেবেছিলাম আমরা সাফল্য পেয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা চূড়ান্ত সাফল্য পেতে রোগটির অনুসন্ধান চালিয়ে যাবো। যদিও কত সময় লাগবে তা বলা কঠিন।’

চলতি সপ্তাহে আবুলের হাতে ২৫তম অস্ত্রোপচার করা হয় এবং অনাকাঙ্ক্ষিত অংশ কেটে ফেলে দেওয়া হয়।

আবুলের স্ত্রী হালিমা খাতুন বলেন, স্বামীর যত্ন এবং চার বছর বয়সী মেয়ের দেখভাল করতে করতে তার জীবন থমকে গেছে। তিনি বলেন, ‘বিনামূল্যে চিকিৎসা দেওয়ায় আমরা কৃতজ্ঞ।’

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত