টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক কলাকৌশল নিয়ে মাঠ দিবস

প্রকাশ | ৩১ মে ২০২৪, ১৬:৫৪

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের অধুনিক কলা-কৌশল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার ভাসমান কৃষির গবেষণা এলাকা মিত্রডাঙ্গা গ্রামে ভাসমান বেডে মসলা-সবজি চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান হাওলাদার।

গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মো. মহসীন হওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসমান কৃষির গবেষক ড. মো. আলিমুর রহমান, সাংবাদিক মনোজ কুমার সাহা, কৃষক সুনীল মজুমদার, শক্তিপদ কীর্ত্তনীয়া ও কৃষাণী নীলিমা হালদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার ১০০ কৃষক ও কৃষাণী অংশ নেন।