কৃষকদের ধান কেটে দিলো রাঙামাটি জেলা যুবলীগ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২১, ১৭:১৫

মোঃ সোহেল রানা

মহামারি করোনাভাইরাসের কারণে বর্তমান বিশ্বের পরিস্থিতি থমথমে বিরাজমান। সেই সূত্র ধরে পিছিয়ে নেই বাংলাদেশও৷ দিনদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে সারা দেশে লকডাউন চলছে৷ তার পাশাপাশি পাকা ধান ঘরে তোলার মৌসুমটাই এখন৷ সারাদেশের মতো রাঙামাটিতেও চলছে লকডাউন, গরিব কৃষকদের ধান কেটে ঘরে তোলার জন্য বেগ পেতে হচ্ছে, শ্রমিক নেই তার পাশাপাশি আর্থিক সমস্যাও বিদ্যমান৷

সেই দিকটাতে লক্ষ্য রেখেই দুস্ত কৃষকদের পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা যুবলীগ৷ তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) দুস্ত কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি দুই বারের নির্বাচিত মেয়র জনাব আকবর হোসেন চৌধুরী এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা৷

এই সম্পর্কে জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে আমরা জেলা যুবলীগ বদ্ধপরিকর।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল বলেন, আমরা পূর্বেও সাধারণ জনগণের জন্য কাজ করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করে যাবো৷

করোনা শুরু হতেই সাধারণ মানুষের পাশে ছিল রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ ও সহোযোগি সংগঠন৷ তেমনি ভাবে পিছিয়ে নেই রাঙ্গামাটি জেলা যুবলীগও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত