শিবগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকদের বিনামুল্যে সার-বীজ বিতরণ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ১৯:৫৩

২০২০-২১ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাড়ে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস হলরুমে কৃষকদের মাঝে এসব সার-বীজ তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন-বিন-জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান, আজম আলী সহ সংশ্লিষ্টরা।

আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় তালিকাভূক্ত প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে পটাশ সার এবং ৫ কেজি করে উফশী ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত