নাচোলে আউশ প্রনোদণার বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ২১:৩৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রতি কৃষকের হাতে ৫ কেজি বীজ এবং ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি পটাশসহ ৩০ কেজি রাসায়নিক সার তুলে দিয়ে কর্মসূচী উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,উপজেলার ৪ টি ইউনিয়ন ও নাচোল পৌর এলাকার কৃষকগণ এই প্রনোদনা পাচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত