পত্নীতলায় আগাম জাতের উচ্চ ফলনশীল ধান কর্তন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২০, ১৮:১৭

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় গতকাল শুক্রবার বায়ার ক্রুপ সায়েন্স লিঃ কর্তৃক বিনামূল্যে বিতরন কৃত হাইব্রিড (এ.জেড ৭০০৬) জাতের আমন ধানের নমুনা শস্য কর্তন উপজেলার গাহন গ্রামের মাঠে আয়োজন করা হয়।

উপজেলার পাটিচরা ইউপির কৃষক জাহাঙ্গীর আলমের প্রদর্শনী পল্ট গাহন গ্রামে হাইব্রিড (এ.জেড ৭০০৬) জাতের আমন ধান কেটে মাঠেই মারাই করে ওজন রেকর্ড করা হয়। এতে বিঘা প্রতি ২৬ মণ ফলন করে হয়। এ উপলক্ষে সেখানে কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস.এম তাজুল ইসলাম, বায়ার ফিল্ড এসোসিয়েট জি এম গোলাম রাব্বানী, এ.প ক্লিনিক উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন সহ এলাকার প্রায় ৫৫ জন কৃষক।

উক্ত জাতের ধানটি ১২৬ দিন বয়সে কর্তন করা হলো। এ জাতের ধানটি আগাম চাষ ও রবী শস্য চাষের জন্য উপযোগী। এ জাতের ধান গাছে সতেজতা বেশী, পাতা সবুজ খাড়া ও ধারালো, চাল মাঝারি। বি.এল.বি রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পূর্ন ও উচ্চ ফলনশীল বলে বলে বায়ার ক্রুপ সায়েন্স লিঃ এর কর্মকর্তারা জানান।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত