চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই হাতিটি

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

গত ৮ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জুম এলাকায় চুনতি অভয়ারণ্যের একটি হাতি খাদ্যের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদা মাটিতে আটকে যায়। পরদিন পদুয়া রেঞ্জ ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্তৃপক্ষ মৃতপ্রায় হাতিটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

১০ নভেম্বর (রবিবার) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, ‘হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী শুকনা জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারি পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে চুনতি এনে এ হাতির চিকিৎসা দেওয়া হচ্ছিল।’

এ ব্যাপারে চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হাতিটিকে বাঁচাতে। কিছুটা খাবারও খেয়েছে। কিন্তু সকালে সে মারা যায়। হাতিটির বাম পায়ে পচন ধরেছে।’

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, ‘হাতিটিকে প্রথমে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত