সৈয়দপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ১৯:০৫

নীলফামারী প্রতিনিধি

‘মানুষ ও ধরিত্রীর প্রয়োজনে জলজ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

রবিবার দুপুরে (৩ মার্চ) নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি, আলোচনা সভা ও লক্ষ্মী প্যাঁচা অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া, সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, সেতুবন্ধনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন প্রমুখ। বক্তাগণ সকলেই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের করণীয় নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে বন্যপ্রাণী সম্পর্কে প্রশ্নোত্তরে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত