x

এইমাত্র

  •  শিগগিরই দেশে পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক রিঅ্যাক্টর
  •  সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেলেন চাদের প্রেসিডেন্ট
  •  দুই জান্নাতকেই কন্ট্রাকচ্যুয়াল বিয়ে করেছিলেন মামুনুল
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ
  •  জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা: আ.লীগ

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৭

সাহস ডেস্ক
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে।

কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। আরসিএমপি জানায়, নিহতরা বাংলাদেশি শিক্ষার্থী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এর স্থানীয় ইউনিটের বরাত দিয়ে সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে ম্যানিটোবার উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

সিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, আরবর্গ শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরানুর আজাদ চৌধুরী, আল নোমান আদিত্য ও রসুল বাঁধন। তারা তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে দু’জনের বয়স ২৩ বছর। তবে এখনও তৃতীয় শিক্ষার্থীর বয়স যাচাই করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত