সিঙ্গাপুরে কোভিড-১৯ এ আক্রান্ত আরও দুই বাংলাদেশি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩

সাহস ডেস্ক

নভেল করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও দুই বাংলাদেশি। এ নিয়ে মোট ৪ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের এ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী ৩৭ ও ৩০ বছর বয়সী আরও দুই বাংলাদেশিকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশির সিঙ্গাপুরের ওয়ার্ক পাস রয়েছে। সম্প্রতি চীন সফরের কোনও ইতিহাস নেই তার। বর্তমানে তাকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন কক্ষে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত এই বাংলাদেশিও সেলেটার অ্যারোস্পেস হাইটসের নির্মাণাধীন স্থাপনায় কাজ করতেন।

এদিকে, কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণের জন্য কোয়ারান্টাইনে রাখা ১৯ জনের মধ্যে ১০ জনই বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দ্য ইন্সটিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সাবরিনা ফ্লোরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত